Aug 16, 2023

How to answer graph and chart *Ways of answering graph and chart for class Nine & Ten

 

                          Ways of answering graph and chart

 *There are three basic things you need to structure.

·       i.  Introduce the graph

·       ii.  Give an overview

·       iii. Give the detail

     Mention all the major features of the statistics or charts

     * Make sure you describe the statistics accurately

     * Avoid repeating the same words and phrases and try to vary the sentence structures

     * Give an overview of the most important trends or patterns

 Useful introductory expressions:

ü The graph shows / indicates / depicts / illustrates/reveals/represents …

ü From the graph it is clear…

ü It is clear from the graph/table...

ü As the graph/table shows...

ü It can be seen from the graph…

ü As can be seen from the graph...

ü As is shown / illustrated by the graph...

Example: The graph shows the percentage of children using supplements in a place over a year.

 Useful time expressions:

ü Over the next... / for the following... (for the following two months... over the next six months...)

ü From ... to / between ... and (from June to August... between June and August...)

ü During (during the first three months...)

 Write answer according to a plan:

Write one sentence to introduce the subject and graphic.

# Write one or two sentences to show the relationship between the data or to comment on the main trend. 

# Write an in-depth description of the information given. Include details from the most important to the least important, depending on time.

#Write one sentence to conclude your answer.

 What not to write:

Only describe the data. Don not give your interpretation of it.

জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ এর জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় সমূহ

In the name of Allah, the Most Beneficent and the Most


Merciful

জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১, বিস্তরণ-২০২২ এবং বাস্তবায়ন-২০২৩ এর জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় সমূহঃ

শিক্ষার্থীদের করণীয়:

*নিয়মিত বিদ্যালয়ে যাওয়া এবং শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা।

*সঠিক সময়ে পড়াশুনা করা, খাওয়া, ঘুমানো এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলায় অংশ নেওয়া।

*এনসিটিবি কর্তৃক প্রণীত পাঠ্যপুস্তক ও সম্পূরক পঠন সামগ্রী পড়ার অভ্যাস গড়ে তোলা।

*নতুনকে গ্রহণ করার উপযুক্ত মানসিকতা বজায় রাখার চেষ্টা করা।

*সরকার প্রদত্ত শিখন সামগ্রী যথাসময়ে সংগ্রহ করা।

* শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাইরে একটিভ বেইজড লার্নিং কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা।

* অ্যাসাইনমেন্ট এবং পাঠ্যপুস্তকের দেওয়া প্রদত্ত কাজগুলো যথা সময় শেষ করা ।

* বিদ্যালয় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে শ্রেণি শিক্ষকের সঙ্গে আলাপ করা। অবসর সময়ে সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলা।

*শিখন সংশ্লিষ্ট যেকোনো বিষয় নিয়ে অভিভাবকের (মা/বাবা) সঙ্গে কথা বলে পরামর্শ গ্রহণ করা।

*নিজের বুদ্ধিমত্তা দিয়ে শিখনের সর্বক্ষেত্রে অংশগ্রহণ করা।

* দলগত কাজে সহপাঠীদের মূল্যায়নে নিরপেক্ষতা, সততা এবং নৈতিকতা বজায় রাখা।

*স্কুলে শিক্ষার্থীদের জন্য গঠিত ক্লাবে নিজেকে সম্পৃক্ত করা।

অভিভাবকদের করণীয়:

*সন্তানদের নিজের এবং বাড়ির ছোট ছোট কাজগুলো করানোর বিষয়ে উৎসাহ দেওয়া।

*সন্তানদের সময় দেওয়া, তাদের গতিবিধি লক্ষ্য করা। 

* সন্তানদের কথা শোনা এবং তারা কোন সমস্যার মুখোমুখি হলে তা সমাধান করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। 

*সন্তানদের  ভালো কাজে উৎসাহ দেওয়া এবং ভুল/অপ্রয়োজনীয় কাজকে নিরুৎসাহিত করা।

*কারিকুলাম বিস্তরণে অভিভাবকদের যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করা।

*সন্তানদের  বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা। 

* সন্তানদের মূল্যায়নের বিষয়ে নিরপেক্ষতা, সততা এবং নৈতিকতা বজায় রাখা।

*শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত থাকা এবং গঠনমূলক পরামর্শ প্রদান করা।

Aug 6, 2023

How to be Successful in Life *10 keys to Success in Life *Secret of Successful Life

In the name of Allah, the Most Beneficent and the Most Merciful

 10 keys to Success in Life

1.   Positive Attitude

A positive attitude means allowing yourself to stay optimistic. The benefits of a positive attitude include anticipating happiness, health, success, and opportunities and, in turn, keeping top of mind the positive outcomes that you may want for yourself.

2.   Proper Planning

Planning is ascertaining prior to what to do and how to do. It is one of the primary managerial duties. Before doing something, the manager must form an opinion on how to work on a specific job. Hence, planning is firmly correlated with discovery and creativity. By stating in advance how work is to be done, planning provides direction for action. Planning ensures that goals and objectives are clearly defined so that, they act as a guide for deciding what action should be taken and in which direction.