Showing posts with label Miscellaneous. Show all posts
Showing posts with label Miscellaneous. Show all posts

Mar 2, 2024

কী কারণে শুরুতেই বাদ পড়তে পারে আপনার সিভি বা কারিকুলাম ভিটা/ 7 Reasons Your CV Can Get Rejected in the Beginning*Reasons for exclusion of CV

 In the name of Allah, the Most Beneficent and the Most Merciful

                       
যে কারণে শুরুতেই বাদ পড়তে পারে আপনার সিভি বা কারিকুলাম ভিটা

একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি (কারিকুলাম ভিটা বা জীবনবৃত্তান্ত) পাঠান, কিন্তু কোন ডাক বা সাড়া আসে না। প্রাথমিক বাছাইতেই হয়তো আপনি চাকরিদাতা প্রতিষ্টানের প্রক্রিয়া থেকে বাদ পড়ে যান। কী কী কারণে প্রথমেই আপনার সিভি বাদ পড়তে পারে? চলুন সেই কারণগুলি জানা যাক:

১. যোগাযোগের তথ্যবিভ্রাট

সিভিতে আপনার সঠিক ই-মেইল, ঠিকানা ও টেলিফোন নম্বর দেওয়া হয়েছে কি না, শুরুতেই তা নিশ্চিত করা দরকার। সব সময় চেষ্টা  করবেন, যে টেলিফোন নম্বর বা ই–মেইল আপনি নিয়মিত ব্যবহার করেন, সিভিতে সেটিই ব্যবহার করা। ভুল ফোন নম্বর বা ই–মেইল  দেওয়ার কারণে অনেকের কাছেই চাকরিদাতা প্রতিষ্টান প্রয়োজনীয় সময়ে যোগাযোগ করতে পারে না তাই শুরুতেই বাদ পড়ে যায় আপনার সিভি ।

২. বানান ও ছোটখাটো ভুল

সিভিতে বানান ও ছোটখাটো ব্যাকরণগত ভুল হলে শুরুতেই একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। সিভিতে এই ‘ছোটখাটো’ ভুলের কারণে শুরুতেই বাতিল হয়ে যেতে পারে আপনার সিভি। সিভি লেখার পর অবশ্যই বানান ও ছোটখাটো  কোনো ভুল হলো কি না, তা যাচাই করে নেওয়া উচিত হবে। সিভিতে বানান ও ছোটখাটো ব্যাকরণগত ভুল হলে চাকরিদাতা প্রতিষ্টান আপনার সাথে যোগাযোগ না করার সম্ভাবনাই বেশি ।

৩. অপ্রাসঙ্গিক ও অনুপযুক্ত  তথ্য

সিভিতে সঠিক ও যথাযথ তথ্য দিতে হবে। ভারসাম্য বজায় রেখে সিভিতে শুধু অপরিহার্য তথ্য দিতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য সব সময় ওপরের দিকে রাখা উচিত। সিভিতে সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা এবং সর্বশেষ সাফল্যগুলো প্রথম দিকে রাখা উচিত।  কোন অপ্রাসঙ্গিক ও অনুপযুক্ত  তথ্য দিলে শুরুতেই বাতিলের খাতায় চলে যেতে পারে আপনার সিভি।

৪. বিভ্রান্তিকর তথ্য

সিভিতে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেওয়া কোন ভাবেই  উচিত নয়। আপনার বর্তমান পদ বা সাফল্য সম্পর্কে মিথ্যা লেখা, চাকরি অথবা পড়ালেখার মধ্যে দীর্ঘ বিরতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, পরীক্ষার ফলাফল পরিবর্তন করা অথবা উল্লেখ না করা, শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে না লেখা, পরীক্ষার পাসের বছর উল্লেখ না করা, বিভিন্ন তথ্যের অসামন্জসতা—এসব কারণে সিভি বাদ পড়ে যাওয়ার সম্ভবনা থাকে বেশি।

৫. যথাযথ পদ্ধতি বা পদ অনুযায়ী আবেদন না করা

অপ্রাসঙ্গিক পদে কিংবা নির্ধারিত ধরন অনুসরণ না করে আবেদন করলে সিভি বাদ পড়ে যায়। যেকোনো পদের জন্য সিভি দেওয়ার আগে অবশ্যই ‘জব ডেসক্রিপশন’ বা ‘আবেদনের প্রক্রিয়া’ পড়তে হবে। অনেক প্রতিষ্ঠান নির্ধারিত ফরমে আবেদন করতে বলে বা সিভির ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়ে দেয়। আপনি সেটি অনুসরণ না করলে বা ‘জব ডেসক্রিপশন’–এর সঙ্গে আপনার যোগ্যতা মানানসই কি না, তা যাচাই না করলে প্রাথমিক বাছাইতেই সিভি বাদ পড়ে যেতে পারে।

৬. মিথ্যা রেফারেন্স দেওয়া

অনেক সময় দেখা যায় সিভিতে রেফারেন্স হিসেবে যাদের নাম দেওয়া হয় তারা হয়তো আবেদনকারীকে চিনেন না । সিভিতে মিথ্যা কোন রেফারেন্স দেওয়া যাবেনা । যারা ফ্রেসার আছেন তারা দুইটি রেফারেন্স রাখতে পারেন। রেফারেন্সে কোনোভাবেই পরিবারের কাউকে বা আত্মীয়-স্বজনকে রাখবেন না।  সিভিতে সঠিক রেফারেন্স না থাকার  কারণেও বাদ পড়ে যেতে পারে আপনার সিভি ।

 

৭. স্বাক্ষর না করা

সিভিতে স্বাক্ষর খুবই গুরুত্বপুর্ণ । সবশেষে যথাস্থানে স্বাক্ষর না থাকলে প্রাথমিক বাছাইতেই আপনার  সিভি বাদ পড়ে যেতে পারে। তাই সিভি জমা দেওয়ার আগে যথাস্থানে স্বাক্ষর দিয়েছেন কিনা তা দেখে নিবেন ।

Dec 10, 2023

নতুন কারিকুলামে শিক্ষার্থীরা যে ১০টি মূল যোগ্যতা সমূহ অর্জন করবে * নতুন কারিকুলামের যোগ্যতা সমূহ

 নতুন কারিকুলামে শিক্ষার্থীরা  যে ১০টি মূল যোগ্যতা সমূহ অর্জন করবে:

১। অন্যের মতামত অবস্থানকে সম্মান অনুধাবন করে, প্রেক্ষাপট অনুযায়ী নিজের ভাব, মতামত যথাযথ মাধ্যমে সৃজনশীলভাবে প্রকাশ করতে পারা।

২। যেকোনো ইস্যুতে সূক্ষ্ম  চিন্তার মাধ্যমে সামগ্রিক বিষয়সমূহ বিবেচনা করে সকলের জন্য যৌক্তিক সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারা।

৩। ভিন্নতা বৈচিত্র্যকে সম্মান করে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যের ধারক হয়ে নিজ দেশের প্রতি ভালোবাসা বিশ্বস্ততা প্রদর্শন পূর্বক বিশ্ব  নাগরিকের যোগ্যতা অর্জন করা।

৪। সমস্যার প্রক্ষেপণ, দ্রুত অনুধাবন, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং ভবিষ্যৎ তাৎপর্য বিবেচনা করে সকলের অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে সমাধান করতে পারা।

৫। পারস্পারিক সহযোগিতা, সম্মান সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে পারা এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী তৈরিতে ভূমিকা রাখতে পারা।

৬। নতুন দৃষ্টিকোণ, ধারণা, দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে নতুনপথ, কৌশল সম্ভাবনা সৃষ্টি করে শৈল্পিকভাবে তা উপস্থাপন এবং জাতীয় বিশ্ব কল্যাণে ভূমিকা রাখতে পারা।

৭। নিজের শারীরিক-মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নিজ অবস্থান ভূমিকা জেনে ঝুঁকিহীন নিরাপদ গ্রহণযোগ্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক সম্পর্ক যোগাযোগ তৈরি করতে বজায় রাখতে পারা।

৮। প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে ঝুঁকি মোকাবেলা এবং মানবিক মর্যাদা অক্ষুণ্ন রেখে নিরাপদ সুরক্ষিত জীবন জীবিকার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারা।

৯। পরিবর্তনশীল পৃথিবীতে দৈনন্দিন উদ্ভুত সমস্যা গাণিতিক, বৈজ্ঞানিক প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে সমাধান করতে পারা।

১০। ধর্মীয় অনুশাসন, সততা নৈতিক গুণাবলি অর্জন এবং শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে প্রকৃতি মানব-কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারা।

Nov 28, 2023

List of Brands that Support Israel*ইসরায়েলি পণ্য বা ইসরায়েলকে সমর্থনকারী কোম্পানি *Top 100 Famous Brands and Companies supporting Israel

ইসরায়েলি পণ্য বা ইসরায়েলকে সমর্থনকারী সংস্থাগুলি বয়কট করার আহ্বান বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনীর দ্বারা প্রতিদিন বিস্ফোরণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার সাথে সাথে, প্রত্যেকের জন্য সময় এসেছে ইসরায়েলকে সমর্থন করে এমন ব্র্যান্ড এবং কোম্পানিগুলিকে বয়কট করার এবং তাদের পাশবিক নিষ্ঠুর কাজের নিন্দা করার

নীচে সেই ব্র্যান্ডগুলির নাম দেওয়া হলে যেগুলি অতি সুপরিচিতেএবং যেগুলি হয় ইসরায়েলের শক্তিশালী সমর্থক বা ইসরায়েল দ্বারা অর্থায়ন করা হয়৷

    1.     5 Star Chocolate
2.     7Days
3.     7Up
4.     Aquafina
5.     Activia
6.     American Eagle
7.     Amazon
8.     Axel Springer
9.     Biotherm
10. Bloomberg
11. BMW
12. Boeing
13. Bath & Body Works
14. Bosch
15. Chevron
16. Citi Bank
17. Clean & Clear
18. Coca Cola
19. Coffee Mate
20. Colgate
21. Doctor Pepper
22. Doritos
23. Dell
24. Delta Air Lines
25. DHL Group
26. Disney
27. Domino’s
28. Dreft Baby Detergent & Laundry Products
29. Dreyer’s Grand Ice Cream
30. Forbes
31. Facebook
32. Fiverr
33. Fox News
34. General Motors
35. Grandma’s Cookies
36. Garnier
37. H&M
38. Huggies
39. Head & Shoulders
40. HubSpot
41. IBM
42. IT Cosmetics
43. Intel
44. Jaguar
45. Johnson & Johnson
46. JPMorgan
47. Kinley Water
48. KFC
49. KKW Cosmetics
50. Lemonade
51. Life Water
52. Levi’s
53. Land Rover
54. L’Oréal
55. Mastercard
56. Mountain Dew
57. Marks & Spencer
58. McDonald’s
59. Motorola
60. Meta
61. Microsoft
62. Miranda
63. Nutter Butter
64. National Geographic
65. Nutella
66. Netflix
67. Nescafe
68. Nestle
69. Nike
70. Oreo
71. Oral B
72. Pampers
73. Pepsi
74. Pfizer
75. Philadelphia Cream Cheese
76. Pizza Hut
77. Ponds
78. Pure Leaf Green Tea
79. Power Action Wipes
80. Pringles
81. Procter & Gamble (Dove)
82. PUMA
83. Quaker Oats
84. Smart Water
85. Sprite
86. Shell
87. Siemens
88. Sunsilk
89. Sunkist
90. Starbucks Coffee
91. Subway
92. Tang
93. Tate’s Bake Shop
94. The Body Shop
95. Tropicana
96. Tommy Hilfiger Toiletries
97. Uber
98. Vaseline
99. Walmart
100. Walkers

আসুন, ইসরায়েলি পণ্য বর্জন করি ইসরায়েলি পণ্য ব্যবহার না করার জন্য আমাদের অন্যদেরও সতর্ক করা উচিত। আমরা সহজেই লাল চিহ্নিত পণ্য এড়াতে পারি।আপনার একটু সচেতনতাই যথেষ্ট।