Jul 3, 2016

Extend the hand of donation- দানের হাতকে প্রসারিত করুন !

Extend the hand of donation-দানের হাতকে প্রসারিত করুন !

I don't care if someone earns more money than me :) Someone's smartness, physical fitness, great career doesn't matter. Nothing makes me jealous. The one who is earning more money than me, maybe it means he is flying behind the world, eating and having fun, spending unnecessarily in different places ৷ maybe it takes a little bit of temporary therapy; To show the people who are doing so much more, Lord 'Alamin should not keep us in that group. Those who silently do good deeds and give alms for the satisfaction of Allah Almighty, even if it is a single date, maybe he is sitting in this world and saving to buy ten such worlds in the Hereafter. May Allah Almighty extend our hand of charity and protect us from Riya (public worship), Amen, Amen, Amen :))

কেউ আমার চেয়ে বেশি টাকা আয় করলে আমার কিছুই যায়-আসেনা :) কারো স্মার্টনেস, ফিজিক্যাল ফিটনেস, দুর্দান্ত ক্যারিয়ার তাতেও কিছুই যায়-আসেনা৷কোনকিছুই আমাকে ইর্ষান্বিত করে না৷ যে আমার চেয়ে বেশি টাকা আয় করছে, হতে পারে সে অর্থ সে দুনিয়ার পেছনে উড়িয়ে বেড়াচ্ছে, খেয়ে-দেয়ে আমোদ-ফুর্তি করে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায়  অযথা খরচ করছে৷হয়ত সাময়িক একটু থারাপ লাগে; মানুষ কে দেখানোর জন্য যারা আরো কত কি করে বেড়ায়,রাব্বুল 'আলামীন যেনো সে দলে আমাদের কে না রাখে ।
রাব্বুল 'আলামীনের সন্তুষ্টির জন্য যারা নিরবে ভালো কাজ করে ও দান করে এমনকি একখানা খেজুর হলেও হয়ত তিনি দুনিয়ায় বসেই আখিরাতের এমন দশ দুনিয়া কেনার জন্য সঞ্চয় করছেন৷রাব্বুল 'আলামীন যেনো সে দলে আমাদের কে রাখেন । আমাদের দানের হাতকে রাব্বুল 'আলামীন যেনো আরো প্রসারিত করে এবং রিয়া(লোক দেখানো  ইবাদত) থেকে আমাদের যেনো হেফাজত করে, আমিন,আমিন,আমিন:))

4 comments: