Dec 7, 2016

Nilkontho Tea Cabin - Short Paragraph * Seven Layer Tea *English for Today class five

In the name of Allah, the most Beneficent, the Merciful

Nilkontho Tea Cabin
People say that the tea is nothing but a waste of money and time. But true beauty lies within its heritage and culture. Tea-maker extraordinary Romesh Ram , the man behind the legendary Nilkantha Tea Cabin, is the creator of one of the most famous types of tea in Bangladesh. Nilkantha Tea Cabin” is located in Ramnagar Monipuri Para in Srimangal(near Sylhet) started its business in 2003.  Here many types of tea are available. Among them the seven colour tea is awesome. This tea cabin only serves tea, nothing else. People who visit Sreemangol surely come to the Nilkontho Tea cabin to have a cup of tea here as it is the biggest tea bank in Bangladesh.
-------------------------------------বাংলা অনুবাদ---------------------------
লোকেরা বলে যে চা অর্থ এবং সময় অপচয় করা ছাড়া কিছুই নয়। তবে প্রকৃত সৌন্দর্য তার তিহ্য এবং সংস্কৃতির মধ্যে রয়েছে। চা-নির্মাতা অসাধারণ রোমশ রাম, কিংবদন্তি নীলকণ্ঠ চা কেবিনের পিছনে মানুষ, তিনি বাংলাদেশের অন্যতম বিখ্যাত ধরণের চা নির্মাতা। নীলকণ্ঠ চা কেবিন ”শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়ায় অবস্থিত (সিলেটের নিকটবর্তী) ২০০৩ সালে এর ব্যবসা শুরু করেছিল। এখানে প্রচুর চা পাওয়া যায়। এর মধ্যে সাত রঙের চাটি দুর্দান্ত। এই চা কেবিনটি কেবল চা পরিবেশন করে, অন্য কিছুই না। শ্রীমঙ্গলে যে লোকেরা বেড়াতে আসে তারা নিশ্চয় এখানে নীলকণ্ঠ চা কেবিনে এক কাপ চা নিতে আসে কারণ এটি বাংলাদেশের বৃহত্তম চা ব্যাংক।
----------------------------------------------------------*হে ঈমানদারগণ! যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদেরকে ন্যায় ও অন্যায়ের পাথক্য করার শক্তি দিবেন এবং তোমাদের পাপগুলো এবং তোমাদের ত্রুটি -বিচ্যুতিগুলো ক্ষমা করবেন৷ বস্তুতঃ আল্লাহ অতিশয় অনুগ্রহশীল৷ (সূরা আনফাল - ২৯)
*হে ঈমানদাগণ! তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না গৃহবাসীদের সম্মতি লাভ করো এবং তাদেরকে সালাম করো ৷ এটিই তোমাদের জন্য ভালো পদ্ধতি, আশা করা যায় তোমরা এদিকে নজর রাখবে । (সূরা আন-নূর-২৭)



16 comments: