In the name of Allah; The Most Merciful; The Most Beneficent
কিছু বহুল ব্যবহূত Preposition-এর ব্যবহার:
For-এর ব্যবহার:
1. কোনো লক্ষ্য নির্দেশ করলে তার আগে for ব্যবহূত হয়। Let us go out for a walk.
He is learning English for pleasure.
2. কোনো দিক নির্দেশ করলে তার আগে for ব্যবহূত হয়। This is a
train for Jhenaidah.
They are passengers for Sylhet.
3. কোনো পণ্যের মূল্য নির্দেশ করলে তার আগে for ব্যবহূত হয়। I bought this Saree for Tk. 7255.
4. পছন্দ বা অগ্রাধিকার বোঝালে তার আগে for ব্যবহূত হয়। She has a taste for classical music.
5. কারণ বোঝালে তার আগে for ব্যবহূত হয়। They are dancing for pleasure.
He got a prize for his bravery.
6. দূরত্ব বা সময়ের ব্যাপ্তি বোঝালে তার আগে for ব্যবহূত হয়। have been waiting for the train for about hours. I will be with you for an hour or so.
7. উপকার বা সুবিধাজনক ধারণা বোঝাতে তার আগে for ব্যবহূত হয়।I bought sweets for my children.
Have you made a cup of tea for me?
8. কোনো কিছুর উপলক্ষ বোঝাতে তার আগে for ব্যবহূত হয়। We wear new dresses for Eid- ul-Fitr.
From-এর ব্যবহার:
1. শুরু হওয়ার স্থান বোঝালে তার আগে from ব্যবহূত হয়। Tomorrow I will fly from Dhaka to Delhi.
2. শুরু হওয়ার সময় বোঝালে তার আগে from ব্যবহূত হয়। She is on
leave from 12 February 2017.
He lived in Jhenaidah from 1985 to 1995.
3. কোনো কিছুর উৎস বোঝালে তার আগে from ব্যবহূত হয়। This
gentleman is from Vienna.
This is a letter from my friend. This is a quotation from the Hamlet.
4. দুটি স্থানের মাঝের দূরত্ব বোঝালে from ব্যবহূত হয়। Dhaka is more than two hundred kilometres from
Jhenaidah. The bus stopage is just a kilometre from my house.
To -এর ব্যবহার:
1. দিকে বোঝাতে to ব্যবহূত হয়। He is going to
school. He went to Medina yesterday.
2. এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত বোঝাতে to ব্যবহূত হয়। He is going from Dhaka to
Chittagong.
3. আবার কোনো এক সময় থেকে অন্য সময় পর্যন্ত বোঝাতে From...to ব্যবহূত হয়। যেমন:
Everyday he works from 8 a.m. to 2
p.m.
4. কোনো কিছুর সঙ্গে তুলনা করা বোঝাতে to ব্যহূত হয়। He is senior to me
in age.
We won by six goals to three.
5. কোনো অনুষ্ঠানে বোঝাতে to ব্যহূত হয়। He invited me to a
party.
After-এর ব্যবহার
1. কোনো কিছুর পরে বোঝাতে বা সময় সম্পর্কে ধারণা ব্যক্ত করতে after ব্যবহূত হয়। We went out after
lunch. She will go to his home the day after tomorrow.
2. কোনো কিছু অনুসারে নির্দেশ করতে after ব্যবহূত হয়। যেমন:
Dhaka was named Jahangirnagar after the name
of Emperor Jahangir.
3. কোনো কিছুর পুনরাবৃত্তি বোঝাতে after ব্যবহূত হয়। The sailor had to suffer
day after day.
They had to wait week after week.
Against-এর ব্যবহার
1. কারও বা কোনো কিছুর বিরুদ্ধে বা বিপরীতে কিছু বলতে against ব্যবহূত হয়। He was married against
his will. I am against this proposal.
We were rowing against the current.
2. কোনো কিছুর সঙ্গে লাগানো বোঝাতে against ব্যবহূত হয়। He put a ladder against
the tree last night.
He was leaning against a wall.
3. কোনো কিছুর সঙ্গে তুলনা করার ক্ষেত্রে against ব্যবহূত হয়। The salary here is low against
the rates elsewhere.There were fifty murders this year against a hundred
last year.
4. কোনো কিছুর প্রতিরোধ বোঝাতে against ব্যবহূত হয়। This is an injection against
cholera.
We should take precautions against fire.
About-এর ব্যবহার
1. কোনো বিষয়ে বা কারও সম্পর্কে কিছু বোঝাতে about ব্যবহূত হয়। He is careless about
his duties.
I know everything about Kamal.
2. কাছাকাছি কোনো স্থান বা সময় নির্দেশ করতে about ব্যবহূত হয়। He is somewhere about
here.
He arrived (at) about ten o’clock. I dropped
the key somewhere about there.
3. অল্প সময়ের মধ্যে কিছু ঘটতে যাচ্ছে এরূপ বোঝাতে about+infinitive ব্যবহূত হয়। They are about to
start.
She is about to die.
On-এর ব্যবহার:
1. কোনো ভবনের floor বোঝালে তার আগে on ব্যবহূত হয়। যেমন: He lives in a flat on the third floor.
2. কোনো কিছুর উপরিভাগ স্পর্শ করে থাকলে তার আগে on ব্যবহূত হয়। He sat on the bench in a park.
Keep the book on the table. Don’t
write anything on the wall/ on the front page.
3. লক্ষ্য, উদ্দেশ্য, কাজ, ব্যবসা, বিষয়, সম্পর্ক ইত্যাদি বোঝালে তার আগে on ব্যবহার হয়। This is a book on grammar. He smiled on her. He came here on the
occasions of my birth day.
4. নিকটে কোনো জায়গা বা সময় বোঝালে তার আগে on ব্যবহূত হয় । My uncle lives in a house on the main road. Just
on a year age, I moved to London. Dhaka stands on the bank of the Buriganga.
There are
trees on either side of this canal.
5. কোনো কিছুর কারণ, পটভূমি বা ভিত্তি বোঝালে তার আগে on ব্যবহূত হয়। On your advice, I applied for the job. He was
arrested on a charge of theft. He has done it on my word.
By-এর ব্যবহার:
1. কোনো যানবাহনে ভ্রমণ বোঝাতে তার আগে by ব্যবহূত হয়। I am going to Sylhet by bus.
2. কোনো কিছু করার মাধ্যমে বোঝালে তার আগে by ব্যবহূত হয়। She earns
a lot by catching and selling fish. He amuses himself by drawing cartoons.
3. বেতন দেওয়ার মাধ্যম বোঝালে তার আগে by ব্যবহূত হয়। He gets his salary by cheque.
4. পরিমাপের একক বোঝালে তার আগে by ব্যবহূত হয়। We buy
bananas by the dozen.
5. কোনো ব্যক্তির জন্ম, বৈবাহিক অবস্থা, পেশা বোঝালে তার আগে by বসে । He is an Indian by birth.
She is an
Italian by marriage. She is a politician by profession.
6. নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে তার আগে by ব্যবহূত হয়। He can finish his work by 4 p.m.
He ought to
get back by tomorrow.
At-এর ব্যবহার:
1. ঘড়ির সময় বা নির্দিষ্ট সময় বোঝাতে at ব্যবহূত হয়। Rayat came home at nine o’clock.
The birds
start chirping at dawn.I usually get up at 6 o’clock.He goes to school at 10
am.
2. The end
of/the beginning of month/week/year ইত্যাদির আগে at ব্যবহূত হয়। যেমন:
I will see
you at the end of January. My father will go to London at the beginning of
March.
3. খাওয়ার সময়ের আগে at ব্যবহূত হয়। please
phone me at lunchtime. He will come there at dinner time.
4. নির্দিষ্ট জায়গা বোঝাতে তার আগে at ব্যবহূত হয়। He lives
at Dhanmondi.I arrived at Kamalapur station at 7 o’clock. He waited at the bus
stoppage for over twenty minutes.
5. দলগত কার্যাবলির আগে at ব্যবহূত হয়। There were
many people at the party.
The
principal delivered his speech at the meeting. He met Rahat at the concert.
6. কোনো কাজের কারণ, কাজের উৎস, কাজের অবস্থান বা প্রতিক্রিয়া বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
He was
shocked at his father’s sudden death. He was upset at his failure in the
examination.
I was
delighted at my son’s success. He was alarmed at the news.
In -এর ব্যবহার:
Time:
I will come in an hour.
Place: We
live in Dhaka.
Condition:
He is not in good health.
Keeping
vision: We should work in the interest of our country.
Of -এর ব্যবহার:
Race: He
comes of respectable family.
About: Do
you know anything of him?
Belong to:
It is the car of my uncle.
Instrument:
The house is made of brick.
* কোনো কিছুর পরিমাপ বা মান বোঝাতে at, by, for, to ব্যবহূত হয়। যেমন:
Rice sells
at taka 45 a kilo. It is ten by my watch.
She is
rather tall for her age. She is
good at figure.
My mother
is good at cooking. He is clever at games.
** একসঙ্গে বোঝাতে with,
without ব্যবহূত হয়। যেমন:
I played
with my friends. He came without his umbrella.
*** সমর্থন বোঝাতে for এবং বিরোধিতা বোঝাতে against ব্যবহূত হয়। যেমন:
I stand for
my friend. He is against the judgment.
**** কোনো বিষয় বা বস্তু বোঝালে তার আগে on, about ব্যবহূত হয়। যেমন:
I am
reading a book on English grammar. I told him about my school.
Write a paragraph about/ on your school. He is careless about his health.
***হে ঈমানদারগণ! আল্লাহ ও রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং নিজেদের পারস্পরিক আমানত জেনে-শুনে খেয়ানত করো না । (সূরা আনফাল -২৭)
Very good.
ReplyDelete👍👍👍👍👍
ReplyDeleteNice to understand.
ReplyDeleteAs-sala-mualikum, sir. Nice presentation.
ReplyDeleteVery good.
ReplyDeleteGood sir.
ReplyDelete