বদলে যাচ্ছে শিক্ষাক্রম ও শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি
নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থী মূল্যায়নে ব্যাপক পরিবর্তন আসবে। প্রথাগত পরীক্ষার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন বেশি হবে। প্রাক্-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে প্রথাগত কোনো পরীক্ষা থাকবে না। এসব শ্রেণিতে সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিখন কার্যক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন কর হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ৬০ শতাংশ মূল্যায়ন হবে ধারাবাহিক শিখন কার্যক্রমের ভিত্তিতে। বাকি ৪০ শতাংশ মূল্যায়ন হবে প্রথাগত পরীক্ষার ভিত্তিতে। পরবর্তী শ্রেণিগুলোর মূল্যায়নের পদ্ধতি জন্য পরীক্ষা ও ধারাবাহিক শিখন কার্যক্রম দুটোই রাখা হয়েছে নতুন শিক্ষাক্রমে ।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ৬০ শতাংশ মূল্যায়ন হবে শিখনকালীন। ৪০ শতাংশ মূল্যায়ন হবে পরীক্ষার ভিত্তিতে। নবম ও দশম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ৫০ শতাংশ মূল্যায়ন হবে শিখনকালীন। বাকি মূল্যায়ন হবে পরীক্ষার মাধ্যমে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির অন্যান্য বিষয়ে পুরো মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক শিখনকালীন কার্যক্রমের ভিত্তিতে।
তবে নতুন শিক্ষাক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে গিয়ে পরীক্ষার মাধ্যমে মূল্যায়নে বেশি জোর দেওয়া হবে। এই স্তরে ৭০ শতাংশ মূল্যায়ন হবে পরীক্ষার মাধ্যমে এবং বাকি ৩০ শতাংশের মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিখনকালীন কার্যক্রমের ভিত্তিতে ।
নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এ জন্য এই শিক্ষাক্রমকে বলা হচ্ছে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের ওপর কতটা দক্ষ হয়ে উঠছে, সেটা তাদের উপস্থাপনার মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া অ্যাসাইনমেন্টসহ বছরব্যাপী বিভিন্ন বাস্তবসম্মত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন শিক্ষকেরা। এর মাধ্যমে মূলত শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বিশ্লেষণী ক্ষমতার বিকাশ মুল লক্ষ ।
নতুন শিক্ষাক্রম মুলত বৈশ্বিক চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে এবং চতুর্থ শিল্পবিপ্লবের সাথে মোকাবিলা করতে মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হবে । আশা করা যায় নতুন শিক্ষাক্রম যুগোপযুগী এবং টেকসই শিক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
------******------
Well description.
ReplyDeleteThank you 4 valuable info.
ReplyDeleteThanks for sharing.
ReplyDeleteThank you sir.
ReplyDeleteVery informative. Thanks.
ReplyDelete